সিলেটে হরতালের মধ্যে চলছে এসএসসি পরীক্ষা

হরতালের মধ্যেই উৎকণ্ঠা নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। ছবি: মঈনুল হক বুলবুল
সিলেটে জেলা ছাত্রদলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের মধ্যেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে শহরের কোথাও হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল-সমাবেশ-পিকেটিং করতে দেখা যায়নি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিভিন্ন মামলায় হুকুমের আসামি করা, দেশজুড়ে ২০-দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নেতাকর্মী গুম-খুনের প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় জেলা ছাত্রদল।
সকালের শুরুতে নগরীতে হালকা যানবাহন কম চলতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। যদিও শহরের বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছাড়া সিলেট থেকে জেলার ভেতরে ও বাইরের বাস অনেক কম চলছে। তবে শিডিউল বিপর্যয়ের মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।