মোটরসাইকেলে তিন যাত্রী, বাসচাপায় প্রাণ গেল দুজনের

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক নারী আরোহী।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার পিংড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব হাওলাদার রাজাপুর উপজেলার আলগী গ্রামের সেলিম হাওলাদারের ছেলে এবং মো. খলিল পটুয়াখালীর তাফালবাড়ি গ্রামের রুহুল আমিনের ছেলে। খলিল সজীবের ভগ্নিপতি।
দুর্ঘটনায় আহত সজীবের বোন শারমিন আক্তারকে গুরুতর আহত অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাজাপুর থেকে সজীব হাওলাদার তাঁর বোন ও ভগ্নিপতিকে নিয়ে একটি মোটরসাইকেলে করে ঝালকাঠি যাচ্ছিলেন। পিংড়ি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলচালক সজীব ও তাঁর ভগ্নিপতি খলিল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় নিহত সজীবের বোন শারমিন আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।