‘জঙ্গি তানভীরের’ শিশুছেলে রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/18/photo-1474209668.jpg)
রাজধানীর আজিমপুরের ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক তাহরিম কাদেরী রাসেলকে (১৪) জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সে ওই অভিযানে নিহত ‘জঙ্গি’ তানভীর কাদেরী ওরফে আব্দুল করিমের ছেলে।
আজ রোববার ঢাকার কিশোর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সহকারী কমিশনার মো. আহসানুল হক আসামি রাসেলকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার কিশোর আদালতের বিচারক রুহুল আমিন এই রিমান্ড মঞ্জুর করেন।
জঙ্গি আস্তানা থেকে আটকের পর রাসেল কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতে ছিল।
এ মামলার নথি থেকে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাতে লালবাগ থানাধীন আজিমপুরের ২০৯/৫ পিলখানা রোডের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট।
পরে ওই বাসা থেকে এক ‘জঙ্গির’ মৃতদেহ এবং আহত তিন নারী ‘জঙ্গি’, কিশোর রাসেলসহ আরো দুই মেয়েশিশুকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পর দিন সিটিটিসির উপপরিদর্শক দেলোয়ার হোসাইন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযানে গ্রেপ্তার হওয়া তিন নারী খাদিজা, শারমিন ও শাহেদা আফরিনকে মামলায় আসামি করা হয়েছে। এ ছাড়া নিহত ‘জঙ্গি’ আবদুল করিম ওরফে তানভীর কাদেরী ও তাঁর শিশুছেলে রাসেলকে আসামি করা হয়।
দুটি মেয়েশিশু এখন ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে।