চোরের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

জয়পুরহাটে মুরগি চোরের ছুরিকাঘাতে জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আফজাল হোসেন ওরফে লড়ো (৩১) খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে শহরের ধানমণ্ডি এলাকার পৌর কমিউনিটি সেন্টারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আফজাল হোসেন শহরের সবুজনগর এলাকার সামসুদ্দিন মণ্ডলের ছেলে।
এ ঘটনায় আটক মোহন (২৮) শহরের মুসলিমনগর এলাকার শাজাহান আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এনটিভি অনলাইনকে জানান, যুবদল নেতা লড়ো মাঠে নিজের ধানখেত দেখতে গেলে সন্ত্রাসীরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলীর নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল শহরের মুসলিমনগর এলাকায় অভিযান চালিয়ে মোহনকে আটক করে। আটকের পর মোহন পুলিশের কাছে আফজাল হোসেনকে ছুরিকাঘাতে খুন করার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।
ডিবির এসআই কাইয়ুম আলী এনটিভি অনলাইনকে জানান, মোহন পেশায় মুরগিচোর। সকালে এলাকায় অবাধে বিচরণ করা মুরগি চুরির জন্য এক সহযোগীসহ মোহন ধাওয়া করে। আফজাল সেটি দেখে তাদের বাধা দেয়। এ নিয়ে মোহনের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোহন ও তাঁর সহযোগী আফজালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথে আফজালের মৃত্যু হয় বলে জানান এসআই কাইয়ুম।