চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেটের ভেতরের ফুলের বাগান ও ফোয়ারা ভেঙে নতুন করে মার্কেট নির্মাণের প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যবসায়ীরা।
দুপুরে মার্কেটের সামনে ক্লাব সুপার মার্কেট ব্যবসায়ীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফুল বাগান ভেঙে ফেলার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো দোকানপাট বন্ধ রেখে মার্কেটের ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী সৈয়দ আহসান আলী বেলাল, জাভেদ আখতার, মজিবুর রহমান ও সেলিম রেজা।
সমাবেশে বক্তারা বলেন, মার্কেটের ভেতরে শোভাবর্ধনের জন্য তৈরি বাগান ভেঙে নতুন করে মার্কেট করা হলে পরিবেশ নষ্ট হবে। তাঁরা ফুল বাগান ও ফোয়ার ভেঙে মার্কেট নির্মাণ বন্ধের দাবি জানান।
সমাবেশ থেকে জানানো হয়, সিদ্ধান্ত পরিবর্তন না হলে শহরের পাঁচটি বড় মার্কেটের ব্যবসায়ীদের সমন্বয়ে আন্দোলন গড়ে তোলা হবে।