গাজীপুরে ট্রাকচাপায় আহছানিয়া মিশনের কর্মকর্তা নিহত

গাজীপুরে আজ মঙ্গলবার নিহত মোটরসাইকেল আরোহী রাজু আহমেদের জাতীয় পরিচয়পত্র। ছবি : এনটিভি
গাজীপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম রাজু আহমেদ। তিনি ঢাকার আহছানিয়া মিশনে রিহ্যাবিলিটেশন সুপারভাইজার কাম কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। নিহত রাজু রাজধানীর চাঁনখারপুল এলাকার আতিয়ার রহমানের ছেলে।
নাওজোড় হাইওয়ে পুলিশের উপপরির্দশক আল মামুন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডায় বেলা সাড়ে ১১টার দিকে পেছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজু আহেমদ মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।