ঝালকাঠিতে পাঁচ জেলেকে জরিমানা

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ২৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। এসব জাল ব্যবহার করায় পাঁচ জেলেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাঁচ জেলের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় মৎস্য বিভাগ। দুদিন ধরে এসব অভিযান চালানো হয়। জব্দ করা জাল আজ মঙ্গলবার দুপুরে জনসম্মুখে পোড়ানো হয়।
মৎস্য বিভাগ জানায়, দুদিন ধরে সুগন্ধা নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। নদীতে মাছ ধরার সময় বিভিন্ন স্থান থেকে ২৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ সময় পাঁচজন জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে পাঁচটি মামলা দায়ের করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।
আজ মঙ্গলবার মামলার আসামিরা মৎস্য বিভাগে হাজির হলে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা পাঁচ জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান তাঁরা।
এদিকে জব্দ করা কারেন্ট জালগুলো আজ মঙ্গলবার দুপুরে জনসম্মুখে নলছিটি থানার মসজিদের পাশে ও দপদপিয়া ফেরিঘাট এলাকায় পোড়ানো হয়।