ঝালকাঠিতে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে উপস্থিত বক্তৃতা

ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ শীর্ষক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রথম হয় নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিজয়িতা দাস স্নিগ্ধা।
প্রতিযোগিতা শেষে পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, নলছিটি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম কবির, মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম ও নলছিটির আবাসিক প্রকৌশলী ফিরোজ সন্যমত। এ সময় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।