শিক্ষা সনদ জাল, চকরিয়ায় সাব রেজিস্ট্রার গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় কর্মরত সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে। জাল সনদ দাখিল করে দীর্ঘদিন চাকরি করার অভিযোগে ঢাকার শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে মামলার পর কক্সবাজারের পেকুয়া সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে দুপুরে পরিতোষকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন। তিনি বলেন, পরিতোষ কুমার দাস ২০০৯ সাল থেকে সাব-রেজিস্ট্রার হিসেবে কাজে যোগ দেন। এরই মধ্যে তিনি বিভিন্ন উপজেলায় সাব-রেজিস্ট্রার হিসেবে চাকরি করেছেন। সর্বশেষ গত ২০১৫ সালের ১৭ মে একই পদে চকরিয়া কার্যালয়ে যোগদান করেন তিনি। পাশাপাশি পেকুয়া সাব-রেজিস্ট্রার হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন তিনি।
আহমদ ফরহাদ হোসেন আরো বলেন, ‘মূলত তিনি (পরিতোষ কুমার দাস) এইচএসসি পাস। ১৯৮৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাব-রেজিস্ট্রার হিসেবে মনোনয়ন লাভের জন্য তিনি তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ে দাখিল করা জীবন-বৃত্তান্তে নিজেকে এমএসসি পাস হিসেবে উল্লেখ করে একটি সনদও সংযুক্ত করেন। পরবর্তী সময়ে ওই সনদ কৌশলে সরিয়েও নেন। তবে বিগত ২০০৯ সালে সাব-রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি পেয়ে কাজে যোগ দেন তিনি।’
দুদক কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তারের পর সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাসকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাসের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।