চাঁপাইনবাবগঞ্জে অনুদানের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক দেওয়া হয়। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অধিদপ্তরে নিবন্ধনকৃত সমাজকল্যাণ, স্বেচ্ছাসেবী, রোগী কল্যাণসহ বিভিন্ন সমিতি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইসলাম ও রবিউল ইসলাম।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলার ৫৯টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়া হয়।