নারায়ণগঞ্জে খোকার ৫০ একর জমি বাজেয়াপ্ত

আদালতের নির্দেশ অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৫০ দশমিক ৮৯ একর জমি বাজেয়াপ্ত করেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্নগোপ ও তেৎলাব মৌজার এ জমি সরকারের দখল, নিয়ন্ত্রণ ও হেফাজতে নেওয়ার জন্য গত ২০ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত।
আদালত বাজেয়াপ্ত জমির মূল্য আট কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৭৩৯ টাকা নির্ধারণ করেছেন।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিঞা বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৫০ দশমিক ৮৯ একর জমি এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে খাস জমি হিসেবে রেকর্ড করা হয়েছে।’
জেলা প্রশাসক আরো জানান, সরকারের নিয়ম অনুযায়ী এ জমির দখল নিয়ে লাল পতাকা ও সাইনবোর্ড লাগানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মালিকানাধীন রাজধানীর গুলশান ২ নম্বর সেক্টরের ৭২ নম্বর সড়কের ৯ নম্বর হোল্ডিংয়ে পাঁচ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা ভবনটিও বাজেয়াপ্ত করে সরকার। আদালতের নির্দেশে ঢাকা জেলা প্রশাসন সেখানে নোটিশ ঝুলিয়ে দিয়েছে। আদালত ওই বাড়ির দাম নির্ধারণ করে দিয়েছেন দুই কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা।
সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কালিমালেপন করতেই সরকার তাঁর বাড়ি ও জমি দখল করেছে বলে আজ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘হীন উদ্দেশ্যেই এই রাজনৈতিক নগ্নতার বহির্প্রকাশ ঘটিয়েছে সরকার।’