চুয়াডাঙ্গায় নছিমনে বোমা, গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে গরু ব্যবসায়ীদের বহনকারী নছিমনে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক গরু ব্যবসায়ী নিহত ও কমপক্ষে নয়জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীর নাম ভুলু হোসেন (৩০)। তিনি আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
আহত গরু ব্যবসায়ীদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—হানিফ, টরিক, মিলন, আজিজুল, বাবুল, হারেজ ও জিয়াউর রহমান। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
হামলায় আহত আজিজুল জানান, বৃহস্পতিবার রাতে জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাট থেকে নছিমনে চড়ে বাড়ি ফিরছিলেন ১০-১২ গরু ব্যবসায়ী। পথে নতিডাঙ্গায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই নিহত হন গরু ব্যবসায়ী ভুলু। আহত হন নছিমনের অন্য আরোহীরা।
আজিজুলের দাবি, ডাকাতদল গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা লুট করেছে।
চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ জানান, দুর্বৃত্তদের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।