শ্রীপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (৩৫) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মছিমপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।
মাওনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুপুর ১টার দিকে রমজান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে আটক করেছে বলে জানান ওসি।