পঞ্চগড়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

কৃষি উৎপাদন বৃদ্ধি ও উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারে আগ্রহী করার লক্ষ্যে পঞ্চগড়ের বোদা উপজেলায় দরিদ্র চাষিদের মধ্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।
আজ শুক্রবার উপজেলা কৃষি কার্যালয় চত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রণোদনা প্যাকেজের আওতায় সরিষা, ভুট্টা, গম, বাদাম, মুগডাল ও তিল এই ছয়টি ফসলের বীজ জেলার সাড়ে ১১ হাজার চাষির মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।