জামালপুরের হস্তশিল্প মিলবে নকশীকাঁথা ডট কমে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/24/photo-1474737640.jpg)
জামালপুরের ঐতিহ্যবাহী নকশিকাঁথা ও হস্তশিল্প পণ্যের বিপণন প্রসারের লক্ষ্যে ‘নকশীকাঁথা ডটকম বিডি’ শীর্ষক ওয়েবসাইট চালু করা হয়েছে। আজ শনিবার জামালপুরের জেলা প্রশাসক মো শাহাবুদ্দিন খান এ ওয়েবসাইটের উদ্বোধন করেন।
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ওই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। ওয়েবসাইটে যেতে হলে লিখতে হবে, nakshikantha.com.bd.
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘জামালপুরের নকশি হস্তশিল্প এরই মধ্যে দেশ-বিদেশে ব্যাপক সুনাম কুড়িয়েছে। এই পণ্যের বাজারও এখন দেশের বড় বড় শহর ছাড়াও বিদেশে প্রসার ঘটেছে। নকশিপণ্যের বাজার যাতে দেশ-বিদেশে আরো প্রসার ঘটতে পারে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ যাতে সহজে নকশিপণ্য কিনতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে নকশিকাঁথা ও হস্তশিল্প পণ্যের জন্য ই কমার্স ওয়েবসাইট ই নকশীকাঁথা ডটকম বিডি চালু করা হয়।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘জামালপুরের সকল উদ্যোক্তা এর মাধ্যমে দেশে-বিদেশে তাঁদের বাজার প্রসারিত করতে পারবেন।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান, চেম্বার প্রতিনিধি একরামুল হক নবীন, দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরীসহ নকশি হস্তশিল্পের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।