পঞ্চগড়ে চা-শিল্পের সমস্যা নিরসনে মতবিনিময়

পঞ্চগড় জেলায় চা-শিল্পে বিদ্যমান সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসন ও চা বোর্ডের কর্মকর্তা, চা কারখানার মালিক, বাগান মালিকসহ বিভিন্ন উপকারভোগীরা এতে অংশ নেন।
সভায় চা পাতার ন্যায্যমূল্য, নতুন চা কারখানা স্থাপন ও চা বিপণন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নতুন নতুন চা কারখানা স্থাপন করে কৃষকরা যাতে চা পাতার ন্যায্যমূল্য ও সহজে কাঁচা চা পাতা বিক্রি করতে পারেন, এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয় পঞ্চগড়ে সরকারিভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে বলে সভায় জেলা প্রশাসক জানান।
প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০০০ সালে পঞ্চগড় জেলায় চা চাষ শুরু হয়। প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে চা চাষ করা হচ্ছে। ছয়টি চা কারখানায় চা প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। গত মৌসুমে পঞ্চগড় জেলায় এক কোটি ১৯ লাখ কেজি চা পাতা হতে প্রায় ২৬ লাখ কেজি চা উৎপাদিত হয়। চলতি মৌসুমে ৩৫ থেকে ৪০ লাখ চা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।