বেনাপোলে তৈরি হচ্ছে আধুনিক ট্রাক টার্মিনাল

বেনাপোলে নির্মিত হতে যাচ্ছে আধুনিক ট্রাক টার্মিনাল। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এই টার্মিনাল তৈরিতে ব্যয় ধরা হয়েছে আট কোটি ১০ লাখ টাকা।
আজ রোববার বিকেলে বেনাপোলের দিঘিরপাড় বাইপাশ সড়কের পাশে চার দশমিক ৯৫ একর জমির ওপর এই নির্মিত হতে যাওয়া এই টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।
এ সময় মেয়র আশরাফুল আলম লিটন জানান, ইউপি-৩ প্রকল্পের আওতায় একসঙ্গে এক হাজার ট্রাক ধারণক্ষমতাসম্পন্ন এই ট্রাক টার্মিনালটির নির্মাণকাজ শেষে হতে সময় লাগবে নয় মাস। বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেনাপোল পৌরসভা এই প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
ভারতের সঙ্গে সরাসরি সংযুক্ত বেনাপোল বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত দুই কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার আমদানি ও রপ্তানিপণ্য বোঝাই ট্রাক চলাচল করে। সেই সঙ্গে শত শত যাত্রীবাহী বাস চলাচল এবং পাসপোর্টধারী যাত্রীর ভারতে যাতায়াতের কারণে সড়কটিতে যানজট লেগেই থাকে। ফলে ব্যাহত হয় বাণিজ্য, দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
সংশ্লিষ্টরা বলছেন, এই ট্রাক টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন হলে এক দিকে যেমন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে, তেমনি বাড়বে সরকারে রাজস্ব আয়।