বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সরদার’ নিহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খোকন খান (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাত সরদার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে বাকেরগঞ্জ-বরগুনা সড়কের কুণ্ডুবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বরিশাল জেলার পুলিশ সুপার আকতারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে নয়টি গুলি, একটি শাটারগান ও একটি পাইপগান এবং দুটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।
নিহত খোকনের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।