সরকারের পছন্দের লোক দিয়ে নির্বাচন কমিশন নয় : এমাজউদ্দিন

শিক্ষাবিদ এমাজউদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে সার্চ কমিটি গঠন করা না হলে তা ফলপ্রসূ হবে না। তিনি বলেন, ‘সরকারের পছন্দ মতো লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে তা গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে না।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন এমাজউদ্দীন আহমদ। ইয়ুথ ফোরাম এ স্মরণসভার আয়োজন করে।
এমাজউদ্দীন আহমদ বলেন, ‘সরকার কর্তৃক ঘোষিত সার্চ কমিটির মাধ্যমে নির্বাচিত কিছু ব্যক্তিকে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিবেন এটি সঠিক প্রক্রিয়া হবে না বাংলাদেশে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা অথবা তাদের প্রতিনিধিদের নিয়ে সর্বপ্রথম আলোচনা হওয়া দরকার। রাজনৈতিক নেতাদের মধ্যে একটা সমঝোতার ভাব, আপস মীমাংসার মতো পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত সার্চ কমিটি কোনো কাজ করতে সক্ষম হবে না।’
দেশের চলমান সংকট নিরসনে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এমাজউদ্দীন আহমদ।