‘কয়লা বিদ্যুৎকেন্দ্রে সুন্দরবনের ক্ষতি হবে না’

খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল ভট্টাচার্য। ছবি : এনটিভি
রামপালের কয়লা বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল ভট্টাচার্য এ দাবি করেন।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উজ্জ্বল ভট্টাচার্য।
উজ্জ্বল ভট্টাচার্য দাবি করেন, বিশ্বব্যাংক সব সময় সঠিক পরামর্শ দেয় না। তিনি বলেন, ‘ইউনেস্কো এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আপত্তি দেয়নি। কিছু বিষয় জানতে চেয়েছে।’
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, মুহাম্মদ আবু তৈয়বসহ খুলনার সাংবাদিক নেতারা।