চুয়াডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের সাউন্ড গ্রেনেডে বাংলাদেশি আহত

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের ছোড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪০)। আজ বুধবার ভোর রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। পরে মনিরুলকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা।
কামারপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের মৃত ইমরানের ছেলে মনিরুল ইসলাম কয়েকজন সহযোগী নিয়ে বুধবার ভোর রাতে সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের কাছে গরু আনতে গেলে ভারতের ১১৩ বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে গুরুতর আহত হন মনিরুল। আহত অবস্থায় বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি আহত অবস্থায় বিএসএফের হাতে আটক হয়েছেন। তাঁকে ফিরিয়ে আনতে বুধবার দুপুর ২টা পর্যন্ত বিএসএফ বরাবর দুই দফা চিঠি দেওয়া হয়েছে। ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।
বিজিবি পরিচালক আরো জানান, মনিরুলকে ভারতের ৫০ গজ অভ্যন্তর থেকে আটক করা হয়েছে বলে বিএসএফ দাবি করেছে।