নরসিংদী জেলা পরিষদ সম্মেলন কক্ষ, সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

নরসিংদীতে জেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষ এবং জেলার যুব মহিলাদের সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান (উপসচিব), নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোরশেদ শাহারিয়ার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, জেলা পরিষদের উদ্যোগে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণে ২৫০ জন যুব মহিলা অংশ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। পাশাপাশি প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের আধুনিক সম্মেলন কক্ষ নির্মাণ করা হয়েছে।