বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে গেছে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি-টিএনপি দিয়ে দেশের উন্নয়ন হবে না। এই দল কেউ করবেন না, কোনো লাভ নেই। বিএনপির রাজনীতি এখন ভুলের চোরাবালিতে আটকে গেছে।’
মন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা শহীদ ময়েজ উদ্দিনের ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ময়েজ উদ্দিন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বাবা।
এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘যদি থাকে শেখ হাসিনার কাছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ৪১ বছরের বিচক্ষণ নেতা, সফল ও উন্নয়ন অর্জনকারী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনের প্রতিশোধ নেওয়ার প্রতিরোধের মুহূর্তে ময়েজ উদ্দিনকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু খুন হওয়ার পর ময়েজ উদ্দিনকে কাঁদতে দেখেছি। ১৫ আগস্টের পর এত শোক, এত কান্না আর কোনোদিন হয়নি।’
জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য কামরুল আশরাফ পোটন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সায়মন সারোয়ার কমল, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ প্রমুখ।