চাঁপাইনবাবগঞ্জে জেলা জাতীয় পার্টির সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান সেন্টু।
জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সোনার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মীর আবদুস সবুর, সরদার শাহজাহান, তোফাজ্জল হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মণ্ডল।
সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।