নিজ বাসায় মা-মেয়ে খুন

চট্টগ্রামের নালাপাড়ায় নিজ বাসায় খুন হয়েছেন মা ও মেয়ে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানভীর আরাফাত জানান, ডাকাতির পর নাসিমা আক্তার ও তাঁর মেয়ে রিয়া আক্তারকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাসিমার স্বামী শাহ আলম খাসির মাংসের ব্যবসা করেন।
এডিসি আরো জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিজের দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান তিনি। এরপর সকাল ১০টার দিকে ওই বাসার গৃহপরিচারিকা এসে দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে মা ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন তিনি।
পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নাসিমার স্বামী শাহ আলম জানান, তাঁদের বাসা থেকে সোনার অলংকারসহ টাকা-পয়সা লুট করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।