কন্যাশিশু দিবসে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি : এনটিভি
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্ত যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাব হোসেন ও সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ।