ডাকাতিকালে গ্রেপ্তার হওয়া ৪ জন জেএমবি সদস্য

নরসিংদী শহরের বাসাইলে ডাকাতিকালে গ্রেপ্তার হওয়া চারজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে আরো এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলমগীর ওরফে ভেজাল আলমগীর, জামালপুর সদর উপজেলার অনিল ওরফে রনি ও মেলান্দহ উপজেলার ফোঁড়া শাহিন, চাঁদপুরের কচুয়া উপজেলার জুয়েল ও নরসিংদীর পলাশ উপজেলার কবির হোসেন।
পুলিশ সুপার আমেনা বেগম জানান, গত ৮ সেপ্টেম্বর নরসিংদী শহরের বাসাইলের একটি বাড়িতে ডাকাতিকালে আলমগীর, অনিল, জুয়েল ও কবিরকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পুলিশের অভিযান টের পেয়ে তাঁরা তাঁদের ব্যবহৃত মোবাইল সেট ও সিম নষ্ট করে ফেলে। এতে পুলিশের সন্দেহের সৃষ্টি হয়। তাই জেলা পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেররিজমসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে স্বীকার করেন। তাঁরা জানান, কারাগারে আটক জেএমবি সদস্যদের ব্যয় নির্বাহের জন্য তাঁরা ব্যাংক, বিকাশ ও বাড়িঘরে ডাকাতির সিদ্ধান্ত নিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে তাঁরা মাঠপর্যায়ে ডাকাতি করে সেই অর্থ সংগঠনে সরবরাহ করেন। এর আগে নরসিংদী শহরে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনা তাঁরাই ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে ফোঁড়া শাহিন নামের আরো এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান প্রমুখ।