‘ধরে নেওয়ার’ ৫ দিন পর মিলল আসামির লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পাঁচ মামলার আসামি আনছার আলীর (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের নলবাড়ি মাঠের চারা বটতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আনছার আলী দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় তিনটি ও দামুড়হুদা থানায় দুটি মামলা রয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক। তিনি জানান, মামলাগুলো অস্ত্র, বিস্ফোরক আইন ও ডাকাতির।
এদিকে হাসপাতালে নিহত আনছার আলীর ভাতিজা জহুরুল ইসলাম বলেন, ‘পাঁচদিন আগে কালো পোশাকের কিছু লোক আনছার আলীকে তাঁর মামার বাড়ি থেকে ধরে নিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ লাশের খবর পেয়ে থানায় আসেন এবং লাশ শনাক্ত করেন।’
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী উপপরিদর্শক (এসআই) আবদুল বাকী জানান, ‘নিহতের বাম চোয়ালে ও পিঠের মাঝখানে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।’