চুয়াডাঙ্গা সীমান্তে ৭ কেজি রুপার গয়না উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার করা রুপার গয়নাসহ বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি
ভারত থেকে চোরাইপথে আনা সাত কেজির বেশি ওজনের রুপার গয়না উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন।
চুয়াডাঙ্গায় ৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আজ শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আমির মজিদ। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে টহলের সময় ভারত থেকে এক ব্যক্তি রুপার গয়না নিয়ে সীমান্ত পার হয়েই বিজিবির সামনে পড়েন। ওই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে সাত কেজি ৩২৫ গ্রাম ওজনের রুপার গয়না পাওয়া যায়। এই গয়নার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। আটক গয়না চুয়াডাঙ্গা কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।