পুলিশ দেখে গাঁজাভর্তি মাইক্রোবাস ফেলে দৌড়

গাজীপুরের শ্রীপুরে পুলিশের চেকপোস্ট দেখে গাঁজাভর্তি মাইক্রোবাস ফেলে দৌড়ে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। পরে মাওনা হাইওয়ে থানার পুলিশ ৪৫ কেজি গাঁজাসহ ওই মাইক্রোবাসটি জব্দ করে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় আজ শনিবার হাইওয়ে পুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল।
এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাইক্রোবাসকে থামার জন্য পুলিশ নির্দেশ দেয়। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে চালক মাইক্রোবাসটি নিয়ে দ্রুতগতিতে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে। তখন মাইক্রোবাসটি সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।
এ সময় মাইক্রোবাস থেকে তিন-চারজন লোক নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিনটি চটের বস্তায় নয়টি প্যাকেটে ভর্তি ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে। বস্তার গায়ে ভারতের তৈরি লেখা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।