গাজীপুরে সুতার কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের একটি সুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ রোববার ভোর সোয়া ৫টার দিকে যমুনা স্পিনিং মিলের একটি টিনশেড একতলা ভবনের রিসাইক্লিং প্ল্যান্টে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মোজাম্মেল হোসেন বলেন, আগুন লাগার পরমুহূর্তে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিজস্ব লোকজন আগুন নেভানের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাশের সুতার গোডাউন, তুলার গোডাউন, ফিনিশিং সেকশন ও নিটিং সেকশনে ছড়িয়ে পড়ে।
আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে কালিয়াকৈর, ইপিজেড, জয়দেবপুর, টঙ্গী, সাভার ও ঢাকা থেকে আরো ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনা তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবে ফায়ার সার্ভিস।
একতলা ভবন হওয়ায় কেউ হতাহত হয়নি। তা ছাড়া ভবনটি স্টিল স্ট্রাকচার হওয়ায় আগুনে টিন গলে যাওয়ার কারণে পানি পৌঁছাতে সমস্যা হচ্ছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে বেশি।