নদে নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
জামালপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের তিন দিন পর কাব্য ভূষণ সরকার (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।
কাব্য ভূষণ জামালপুর শহরের মুকুন্দবাড়ী হাজিপাড়া এলাকার অতুল ভূষণ সরকারের ছেলে। সে জামালপুর জিলা স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার শহরের পৌরসভা অফিস এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল কাব্য। একপর্যায়ে ফুটবলটি নদীতে পড়ে যায়। পরে কাব্য ফুটবল তুলতে গিয়ে নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
আজ রোববার সকালে জামালপুর সদরের শরীফপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে কাব্যের লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।