গাজীপুরে সুতার কারখানায় আগুন, দুটি তদন্ত কমিটি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা স্পিনিং মিলে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ দুটি মামলা করা হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) জহুরুল আমিন মিয়াকে এ কমিটির প্রধান করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের আরো একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ ভোর সোয়া ৫টার দিকে যমুনা স্পিনিং মিলের একটি টিনশেড একতলা ভবনের রিসাইক্লিং প্ল্যান্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।