সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার জামিরতা ও নারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকরা হলেন উপজেলার জামিরতা গ্রামের আইয়ুব আলী (৪৫) ও নারুয়া গ্রামের মৃত আহেদ আলীর ছেলে সাহের আলী ফকির (৪৩)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাবাহ উদ্দিন এ বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, জমিতে ধান কাটার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দুই কৃষক নিহত হন। পরে জমি থেকে তাঁদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।