সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় নতুন করে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ঢাকা- ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চালাচল বন্ধ হয়ে যায়।
আজ শরিবার দুপুরে গাজীপুরের মহানগর কলেজ, এমইএইচ আরিফ কলেজ, কমার্স কলেজ, সিটি কলেজসহ পাঁচ-ছয়টি কলেজের শিক্ষার্থীরা জয়দেবপুর চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে। এর ফলে চৌরাস্তার চারপাশে প্রায় আট কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ কারণে যানবাহনচালক ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
এ সময় শিক্ষার্থীরা জানায়, গত এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ছয়টি করে সৃজনশীল প্রশ্ন ছিল। সময় বরাদ্দ ছিল ২ ঘণ্টা ১০ মিনিট। কিন্তু নতুন করে ছয়টির প্রশ্নের স্থলে সাতটি প্রশ্ন করা হয়েছে। আর এজন্য ১০ মিনিট বাড়িয়ে মোট সময় বরাদ্দ করা হয়েছে ২ ঘণ্টা ২০ মিনিট।
সড়ক অবরোধের খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। প্রায় দুই ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।