বিএডিসিতে শ্রমিকদের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত

চুয়াডাঙ্গার নূরনগরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছে তিন পুলিশ সদস্য।
আজ সোমবার সকালে এ সংঘর্ষের পর কাজ বন্ধ রয়েছে। সেখানে উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাতটি ফাঁকা গুলি ছোড়ে।
সংঘর্ষে আহত কনস্টেবল হাফিজুর রহমান (৫২), কনস্টেবল নুরুল ইসলাম (২৪) ও কনস্টেবল কামরুল ইসলামকে (২৮) চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আওলিয়ার রহমান জানান, পুলিশ সদস্যদের সারা শরীরে অসংখ্য জখমের দাগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএডিসির এ বীজকেন্দ্রে এখন বোরো ধানবীজ বিতরণের কাজ চলছে। এখানে শ্রমিকরা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে। আজ এখানে শ্রমিক সর্দার লোকমানের নেতৃত্বে প্রায় আড়াইশ শ্রমিক কাজ করছিল।
এ অবস্থায় সাবেক শ্রমিক সর্দার মোমেনের অনুসারী ২৫-৩০ জন শ্রমিক সেখানে এসে কাজ চায়। তারা আগেও এখানে কাজ করত। লোকমান ও মোমেন উভয়েই আওয়ামী লীগের রাজনীতির অনুসারী।
তখন লোকমান সর্দারের লোকজন তাতে কাজ করতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ দেয় বলে জানান বিএডিসির যুগ্ম পরিচালক আবদুল মালেক। তিনি আরো জানান, উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশকে খবর দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, শ্রমিকদের ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।