চট্টগ্রামে জীবিত শিশুকে মৃত ঘোষণার ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সেন্টার ফর স্পেশালিস্ট কেয়ার অ্যান্ড রিসার্চে (সিএসসিআর) জন্মের পর জীবিত শিশুকে মৃত ঘোষণার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এ কমিটি গঠন করেন জেলা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম সিদ্দিকী। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চন্দনাইশ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক শাহ আলমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ডেপুটি সিভিল সার্জন অজয় কুমার দে ও সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মহিদুল ইসলাম।
গত সোমবার রাতে সিএসসিআর হাসপাতালে একটি মেয়েসন্তান জন্ম দেন চিকিৎসক রিদওয়ানা কাউসার। চিকিৎসক দম্পতি রিদওয়ানা ও নুরুল আজিমের সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রাতেই মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির মৃত্যুর ছাড়পত্রও দিয়ে দেয় তারা।
কিন্তু সন্তানের মৃত্যু নিয়ে সন্দিহান ছিলেন মা রিদওয়ানা। কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও মৃত সন্তান হিসেবে প্যাকেট করা শিশুটিকে পরীক্ষা করেন তিনি। প্যাকেট খুলে শিশুটিকে নড়াচড়া করতে দেখতে পান মা। তবে তাঁর কথা বিশ্বাস করতে চাননি হাসপাতালের চিকিৎসকরা। পরে গতকাল মঙ্গলবার ভোরে শিশুটিকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করেন অভিভাবকরা। সেখানে নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছে সে। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।