গাজীপুরে সাতশর বেশি গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের পশ্চিম জয়দেবপুর এলাকায় ৫০০ মিটার গ্যাস লাইন উচ্ছেদ এবং সাত শতাধিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
আজ বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় একটি হোটেল ও তিনজন গ্রাহককে ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়।
অভিযানে পশ্চিম জয়দেবপুর এলাকায় ৫০০ মিটার দৈর্ঘ্যের অবৈধ তিন ইঞ্চি ব্যাসের সংযোগ পাইপ উচ্ছেদ ও সাত শতাধিক বাসাবাড়িতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগের জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
অভিযানে পশ্চিম জয়দেবপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া গ্রাহক লুৎফর রহমান, দিলীপ কুমার দত্ত এবং নিত্যরঞ্জন শর্মাকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা এবং চান্দনা চৌরাস্তার শালবন হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের গাজীপুর জোনের জিএম এস এম আবদুল ওয়াদুদ ও ব্যবস্থাপক সাব্বের আহমেদ চৌধুরী।
গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ এসব গ্রাহকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা।