কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

ছবি : এনটিভি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেললাইনের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনের উপজেলার কালামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ (জিআরপি) ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে এলাকাবাসী রেললাইনের পাশের একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাস্থল থেকে মজনু মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
মজনু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন তালকজাম্বিরা এলাকার রহিম উদ্দিনের ছেলে।