খাদিজার ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ফখরুলের

সিলেট এমসি কলেজে খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান মির্জা ফখরুল। এর আগে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে দেখে আসেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘ক্ষমতার দাপটে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বর্তমানে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। ছাত্রলীগের লাগাতার সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি ও খুনের ঘটনায় দেশের শিক্ষাঙ্গনসহ গোটা দেশটাই এখন মৃত্যুপুরী। বর্তমান ক্ষমতাসীনদের আমলে সিলেটে ছাত্রলীগ নেতা কর্তৃক সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের অব্যাহত নৈরাজ্যের একটি খণ্ড চিত্র মাত্র।’ তিনি বলেন, ‘খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’
গত সোমবার বিকেলে খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।