চাঁপাইনবাবগঞ্জে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিকরা। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিকরা।
আজ বুধবার সকালে ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র ব্যাপারে পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে বিক্ষোভ মিছিল হয়ে শহরের হুজরাপুরে মানববন্ধন কর্মসূচিতে এসে মিলিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান, শাহনেওয়াজ আলী খান পান্না ও মনিরুজ্জামান মনির।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পৌরসভা অযৌক্তিভাবে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করলে নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। বর্ধিত এই ট্যাক্স বাতিলের দাবি জানান তাঁরা।