চট্টগ্রামে ব্যাংক ডাকাতির চেষ্টা, নৈশ প্রহরী খুন

চট্টগ্রামে ডাকাতদের হাতে ব্যাংকের নৈশপ্রহরী খুন হয়েছেন। চট্টগ্রামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখায় এ ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় ব্যাংকের তালা খুলে মো. ইব্রাহিম (৪৫) নামের ওই নৈশপ্রহরীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইব্রাহিমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ গ্রামে। এ ঘটনায় অজ্ঞাত চারজনকে আসামী করে মামলা হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন ব্যাংকের সিনিয়র অফিসার আলী নেওয়াজ । তবে পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ দাবি করেছে, গত বৃহস্পতিবার রাত ২টার পর কোনো এক সময় ডাকাতরা নৈশপ্রহরীকে খুন করে ব্যাংক ডাকাতির চেষ্টা করে। তবে অনেক চেষ্টা করেও ডাকাতরা ব্যাংকের অন্য কোনো তালা খুলতে পারেনি।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানভীর আরাফাত জানান, ব্যাংকটির দ্বিতীয় তলায় পেছনের একটি দরজা কেটে ডাকাতরা ব্যাংকে প্রবেশ করে। এ সময় ব্যাংকে ছিলেন মো. ইব্রাহিম। শুক্রবার সকাল পর্যন্ত ব্যাংকে দায়িত্ব পালন শেষে ইব্রাহিমের বাসায় ফেরার কথা। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় ইব্রাহিমের পরিবারের সন্দেহ হয়। বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপক সালামত উল্লাহকে জানানো হয়। তিনি শুক্রবার রাত ৮টায় তিনি লোক পাঠিয়ে খবর নেন। পরে তিনি নিজে এসে ব্যাংকের মেঝেতে ইব্রাহিমের লাশ পড়ে থাকতে দেখেন। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে হাপাতাল মর্গে পাঠিয়েছে।
ব্যাংকের সিসি ক্যামরায় ধারণ হওয়া তিনজন ডাকাতের উপস্থিতি ও নৈশপ্রহরীকে প্রহারের পর জবাই করে খুন করার ফুটেজ সংরক্ষণ করেছে পুলিশ। এ সময় তিন ডাকাতের মুখ বাঁধাছিল। তবে নানাভাবে চেষ্টা করে ডাকাতরা ব্যাংকের ভোল্ট ভাঙতে পারেনি।
এডিসি তানভীর আরাফাত জানান, ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করা সম্ভব। তবে পেশাদার ডাকাত না হওয়ায় তাদের উদ্দেশ্য সফল হয়নি।
ব্যাংকের ব্যবস্থাপক সালামত উল্লাহ জানান, নিহত ইব্রাহিম দীর্ঘ ২১ বছর ধরে এ ব্যাংকে বিশ্বস্ততার সাথে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। বিকেলে চট্টগ্রামের চন্দনাইশে গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করা হবে।