খাদিজার ওপর হামলাকারীর শাস্তির দাবি বিএনপির

তনু হত্যার মতো খাদিজার ওপর নির্যাতনের ঘটনাও যেন ধামাচাপা না পড়ে যায়- এমনটা উল্লেখ করে দ্রুততার সঙ্গে নির্যাতনকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত মানববন্ধন থেকে বিএনপি নেতারা এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত হয়নি বলেই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই, তাই বিচার পাচ্ছে না নির্যাতিতরা।
তনু হত্যার কথা উল্লেখ করে মানববন্ধনের বক্তারা বলেন, জনগণের কাছে এ সরকারের দায়বদ্ধতা নেই বলেই এসব হত্যার সুষ্ঠু বিচার হচ্ছে না, তবে ভবিষ্যতে ক্ষমতায় গেলে সব হত্যারই বিচার করবে তাদের সরকার।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খাদিজা নার্গিসের ওপর এই হামলার ঘটনা যেন হারিয়ে না যায়। হারিয়ে যাবে এটা আমরা জানি, কারণ সাগর-রুনি হত্যাকাণ্ড আজকে হারিয়ে গেছে। সব হত্যাকাণ্ড হারিয়ে গেলেও জমার খাতা থেকে বাদ পড়বে না। আমরা বিচার চাচ্ছি, বিচার পাব না। কিন্তু সময় এলে আমরা অবশ্যই বিচার করব।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘যারা আমাদের বোন নার্গিসকে আক্রমণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কোনোভাবেই তাদের আড়াল করার কোনো ধরনের চক্রান্ত চলবে না। এই অবস্থা চলতে পারে না, চলতে দেওয়া যায় না। কারণ আমাদেরও মা-বোন আছে, আমাদেরও সন্তান আছে। আজকে দেশের যা অবস্থা, তাতে তারা কেউই নিরাপদ নয়।’