টঙ্গীতে মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে মালয়েশিয়া প্রবাসী এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম দেলোয়ার হোসেন (৩০)।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। চাঁদার দাবিতে হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে নিহত দেলোয়ারের স্বজনরা।
নিহত দেলোয়ারের বোন মুক্তা বেগম জানান, ১০ বছর ধরে মালয়েশিয়া বসবাস করতেন তাঁর ভাই দেলোয়ার। সম্প্রতি তিনি দেশে আসেন। তারপর থেকেই স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আজ সকালে এরশাদ নগর চার নম্বর ব্লকের বাড়িতে গিয়ে সাত/আটজনের সন্ত্রাসী আবারো চাঁদা দাবি করে। দেলোয়ার চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এলাকাবাসী উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল হক বলেন, লাশ টঙ্গী সরকারি হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত দেলোয়ারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল বলে ধারণা করছে পুলিশ।