ওয়ান-ইলেভেনের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্বে আ. লীগ : ফখরুল

বর্তমান আওয়ামী লীগ সরকার দেশকে ‘বিরাজনীতিকীকরণের’ পথে ঠেলে দিয়ে প্রকৃতপক্ষে ওয়ান-ইলেভেন সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ও সচেতনভাবে এক- এগারোর সরকার যেটা চেয়েছিল, বাংলাদেশকে বিরাজনীতিকরণ, রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়া, বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা- সেই কাজটির দায়িত্ব নিয়েছে এখন আওয়ামী লীগ সরকার। তারা এখন বাংলাদেশকে রাজনীতিশূন্য করবার চেষ্টা করছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর শহরের শহীদ তাজউদ্দিন আহমদ মিলয়নায়তনে সদ্যপ্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ গত ২৭ সেপ্টেম্বর ভোরে সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হান্নান শাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
বিএনপি নেতার স্মরণসভায় দাঁড়িয়ে দলের মহাসচিব আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার চাচ্ছে, তারা ছাড়া দেশে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না। তাদের লক্ষ্য একটাই, বাংলাদেশে শুধু আওয়ামী লীগের শাসন প্রতিষ্ঠা করবে, অন্য কোনো দল বা মত থাকবে না। এই ষড়যন্ত্র শুরু হয়েছে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। এইবার তারা গণতন্ত্রের একটা মুখোশ পরে একটা আবরণ দিয়ে একই কায়দায় দেশ শাসন করছে।’
গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, জেলা সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।