সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মোকতেল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ভাতুরিয়া গ্রামের বাসিন্দা শিশুটির বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন মামলার বরাত দিয়ে জানান, শিশুটির বাবা দরিদ্র্য তাঁতশ্রমিক। বিকেলে একই এলাকার মোকতেল নামের এক মাতাল ভাতুরিয়া মাদ্রাসার পাশে টিনের বাউন্ডারি দেওয়া জায়গায় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে।
একপর্যায়ে স্থানীয়রা মোকতেলকে ধরে পুলিশে দেয় এবং শিশুটিকে উদ্ধার করে।