বদরুলের শাস্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

সিলেটের সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের সিকে ঘোষ রোডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি কমরেড অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদ হেলেন, সাধারণ সম্পাদক মনিরা বেগম অনু। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গত সোমবার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
গতকাল বুধবার সিলেটের শাহপরাণ থানা পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে এই হামলার স্বীকারোক্তি দিয়ে বদরুল জানিয়েছেন, সিলেট সদর উপজেলার মোগলগাঁও হাউশা গ্রামে আট বছর আগে খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে লজিং মাস্টার হিসেবে ছিলেন তিনি। সে সময় অষ্টম শ্রেণি পড়তেন নার্গিস। তখন থেকে তিনি তাঁকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু নার্গিস সব সময়ই তা প্রত্যাখ্যান করে এসেছেন। এই রাগেই তিনি এই হামলার ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়া আদালতে হত্যাচেষ্টার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বদরুল।