২০২১-এর আগে মধ্যম আয়ের হবে বাংলাদেশ : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে প্রধান অতিথির বক্তৃতায় আমু এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ করেছেন, ইতিমধ্যে আমরা বিশ্বব্যাংকের রেটিং অনুযায়ী নিম্ন মধ্য আয়ের দেশে পদার্পণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি, আগামী ২০১৮-১৯ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শিল্পমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা, অভ্যন্তরীণ অপরাজনীতি মোকাবিলা করে বাংলাদেশ সদ্য বিদায়ী অর্থবছরে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। এক সময় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত থাকলেও বিশ্ব নেতৃত্বের কাছে বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ।
আমু বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় শিল্প খাতে গুণগত পরিবর্তন এসেছে। উন্নত দেশে পরিণত হওয়ার জন্য দেশে অর্থনৈতিক ও পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে হবে। এসব শিল্পকারখানা পরিচালনার জন্য কারিগরিভাবে প্রশিক্ষিত দক্ষ লোকের প্রয়োজন হবে। পাশাপাশি তরুণ সৃজনশীল উদ্যোক্তার প্রয়োজন পড়বে। এ জন্য এখন থেকে পরিকল্পনা করে কাজ শুরু করতে হবে।