নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে, নিহত ৩

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গতকাল রাতে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হন। এ দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পুরোনো ছবি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়েছে। এতে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার মনসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. আবু বকর (৫০) ও সুব্রত তালুকদার (২৩)। অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০ বছর বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জিল্লুর রহিম জানান, গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় লেগুনাটি। এরপর সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
জিল্লুর রহিম আরো জানান, রাতেই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। দিবাগত রাত ২টার পর তিনজনের মৃত্যু হয়।