গাজীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িতে অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে গাজীপুর সদর উপজেলার হারিনাল এলাকায় একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ শনিবার ভোরে এ অভিযান শুরু হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।